স্বাগতম
মেয়রের বানী
মেঘনা মোহনার স্বপ্নময়ী রুপালী ইলিশের বিচরন ভুমি চাদঁপুর পৌরসভা। চাদঁপুর পৌরসভা তথ্য-প্রযুক্তির সুবিধাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেবার মানসে দেশের প্রথম ” ডিজিটাল ভেহিকেল লাইসেন্স নাম্বার প্লেট প্রকল্প “ চালু করেছে জেনে আমি আনন্দিত । সরকারের ‘ভিশন-২০২১’ বাস্তবায়নের অন্যতম অঙ্গীকার ছিল সেবা খাতে ডিজিটাইজেশন । এই প্রকল্পটি গ্রহনের ফলে পৌরসভার অটোবাইক, ইজিবাইক ও মটর রিক্সার মালিকগণ ঘরে বসেই তার মোবাইলে ফোনে এসএমএস এর মাধ্যমে তাদের লাইসেন্স এর তথ্য ও ডিজিটাল নাম্বারর প্লেট সম্পর্কে জানতে পারবেন । শুধু তাই নয় পৌর কর্তৃপক্ষ এ অনলাইন প্লাটফরম থেকে লাইসেন্সধারীদের বিভিন্ন সেবা কার্যক্রম এসএমএস এর মাধ্যমে অবগত করতে পারবেন । কাজেই পৌরসভার নাগরিক ও পৌরসভার মধ্যে সেতুবন্ধনের ভিত আরো মজবুত হবে বলে প্রত্যাশা করি। তাই এই অনলাইন বেইজ এপ্লিকেশনটি সারাদেশে ছড়িয়ে দেয়ার জন্য যারা কাজ করছেন এবং যে সকল সিটি কর্পোরেশন ও পৌরসভা “ডিজিটাল ভেহিকেল লাইসেন্স নাম্বার প্লেট প্রকল্প” গ্রহণ করে মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ গড়ার কাজে সহায়তা করছেন তাদের সকলকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সেইসাথে ধন্যবাদও কৃতজ্ঞতা জানাই মননীয় শিক্ষা মন্ত্রী ড.দিপু মনি মহোদয়কে, যার উৎসাহ উদ্দিপনায় চাদঁপুর পৌরসভাকে ডিজিটাল নাগরিক সকলসেবা প্রদানের প্রয়াস যুগিয়েছেন।পরিশেষে এই প্রয়াসের সাথে সম্পৃক্ত সকলকে আমার আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জ্ঞাপন করছি।
মোঃ জিল্লুর রহমান (জুয়েল)
মেয়র
চাদঁপুর পৌরসভা
Sign In